‘দ্য লায়ন কিং’ সিনেমার দৃশ্য এবার বাস্তবে, ভাইরাল ভিডিও

0

 সমাচার  ডেস্ক:একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় যেখানে দুটি বিড়ালের মধ্যে সংঘর্ষ হচ্ছে।ভিডিওতে দেখা যায় দুটো বেড়াল চাঁদের ওপর লড়ছে , এই লরাইয়ের মিল আছে ১৯৯৮সালে মুক্তি প্রাপ্ত ছবি ‘দ্য লায়ন কিং ‘ এর সঙ্গে।সিনেমায় দেখা কোনও দৃশ্য যদি বাস্তবে চোখে পড়ে তাহলে কার না ভালো লাগে।

‘দ্য লায়ন কিং ‘ ছবিতে  দুটি সিংহ অর্থাৎ মুসা এবং তার ভাই স্কার এর মধ্যে একটি সংঘর্ষের দৃশ্য দেখানো হয়েছিল ,আর হুবহু অনেকটা সেইরকম দৃশ্যের দেখা মিলেছে বিড়ালের লড়াইতে। ২০১৯ এ মুক্তি প্রাপ্ত ‘লায়ন কিং’ যেখানে সিম্বার চরিত্রে শাহরুখ খানের কন্ঠ শোনা গিয়েছিল সেই ছবির সঙ্গে মিল না খোঁজাই ভালো।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটি বিড়াল ছাদের ওপর মারামারি করছে। আর এই দৃশ্যের সঙ্গেই মিল রয়েছে মুসা ও স্কার এর সংঘর্ষের দৃশ্যে। নিঃসন্দেহে দেখলে মনে হবে সিনেমার দৃশ্য বাস্তবে দেখা যাচ্ছে। এই দৃশ্য ক্যামেরা বন্দি করতে ভিড় জমিয়েছেন কিছু পথ চলতি মানুষ।

ভাইরাল হওয়া সেই ৭২ সেকেন্ডের ভিডিও মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ইন্টানেটে।  টুইটার ,ফেসবুক ,ইন্সটাগ্রাম  ও আরও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।