ড্রাগনের গর্জন শেষ! চীন সীমান্তে হচ্ছে সুবিশাল রাস্তা তৈরির কাজ; চিনুক হেলিকপ্টার যাচ্ছে বড় বড় যন্ত্রাংশ

0

সমাচার ডেস্ক: ইঞ্জিনিয়ার বলেন ‘এই প্রোজেক্টে কাজ ২০১০ এ শুরু হয়েছিল আর এর জন্য ৩২৫ কোটি টাকা ধার্য করা হয়েছিল”চীন সীমান্তে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভারত কোনমতেই তার এক চিলতে জমি ছাড়তে নারাজ। ভারতের গর্জনে গুলতে চিনকে পিছু হটতে বাধ্য হতে হয়েছে। চলছে আলোচনার শিবির ঘনঘন। দুই দেশের বাণিজ্যিক ঠান্ডা লড়াই এখন অনেকটাই স্তিমিত। আর এর মধ্যেই রাস্তা তৈরির জন্য ভারত সরকার বেছে নিয়েছে গুরুত্বপূর্ণ কাজ।

BRO এর চীফ ইঞ্জিনিয়ার বিমল  গোস্বামী বলেন, ‘গত বছর অনেকবার অসফল হওয়ার পর আমরা গত মাসে হেলিকপ্টারের সাথে ভারি ম্যাশিন গুলোকে লাপ্সাতে নিয়ে যায়। আমাদের আশা হল, এই দুর্গম এলাকায় আগামী তিন মাসের মধ্যে পাথর কাটার কাজ সম্পূর্ণ হয়ে যাবে।”তবে এবার কেন এই বড় বড় মেশিন কে নিয়ে যাওয়া হচ্ছে তার কারণ ব্যাখ্যা করলেন প্রধান ইঞ্জিনিয়ার।

পাথর কাটার ভারি ম্যাশিন উপলব্ধ না হওয়ার কারণে ৬৫ কিমি দীর্ঘ সড়কের নির্মাণে বিলম্ব হচ্ছিল। মুনসিয়ারি-বোগদীয়ার-মিলাম রোডের নির্মাণ হিমালয়ের জোহর ঘাঁটিতে হচ্ছে। জোহর ঘাঁটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার মধ্যে পড়ে।