এবার ছেলে সন্তান জন্ম দিলে মিলবে পুরস্কার। এমনি এক অভিনব পুরস্কারে ঘোষণা দিয়েছেন পোলান্ডে এক শহরের মেয়র। জানা গেছে প্রায় ১০ বছর ধরে সে গ্রামে কোনো ছেলে সন্তান জন্ম হয়নি।মেয়র বলেন, ওই ছেলে শিশুর জন্য থাকবে একটি চমৎকার উপহার এবং তার নামে একটি ওক গাছ রোপণ করা হবে।