বাড়ির মধ্যে কাপড় শুকতে হলে ফ্যানের নিচে দিন জামাকাপড়। শোয়ার ঘরে কোনো ভাবেই দেয়া যাবে না। তবে এমন ঘরে দিন, যেখানে বাইরের আলো বাতাস আসে।
বর্ষায় জামা-কাপড় ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলুন। এতে জীবাণু কমানো সহজ হবে। বাইরে শুকাতে দেয়া কাপড় হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে, সেই কাপড় আরো একবার জল দিয়ে ধুয়ে নিন। তারপর দিন ফ্যানের নিচে।
কাপড় শুকিয়ে ভাঁজ করে তুলে রাখার সময় কাপড়ের মাঝে মাঝে কালো জিরে দিয়ে রাখুন। আলমারিতে আলাদা করে দিন ন্যাপথলিন।
কাপড়ে হালকা স্যাঁতসেঁতে ভাব থাকলে ভাল করে ইস্ত্রি করে নিন। এতে পোশাকের স্যাতসেঁতে ভাবও যাবে আবার জীবাণুও গরমের নষ্ট হবে।
ধোয়ার আগে জামাকাপড় ভিজিয়ে রাখুন কিছু সময়। এতে ময়লা যাবে দ্রুত এবং ভাল করে জল ঝরিয়ে দিলে শুকাবেও তাড়াতাড়ি।
সূত্র : অনলাইন