“চড়াম চড়াম ঢাক বাজাবে এবার বঙ্গবাসী,নিশ্চিন্তে ঘুরবে গরু বাংলার মাঠে-ঘাটে ” সোশাল মিডিয়ায় নতুন ছড়া রুদ্রনীলের

0

সমাচার ডেস্ক: সিবিআই  অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal), গ্রেপ্তারির পরই তাঁকে নিয়ে ছড়া বাঁধেন রুদ্রনীল ঘোষ (Rudrnail Ghosh)। সেই ছড়া তিনি গতকাল( বৃহস্পতিবার)তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়। ‘অনুমাধব দুই’নামে ছড়া পরিবেশন করলেন তারকা রাজনীতিবিদ রুদ্রনীল।“ধর্মের কল বাতাস নাড়ায়, সময় পাকায় সলতে”, এমন লাইনও ছড়ায় ব্যবহার করেছেন তিনি। এছাড়াও যোগীন্দ্রনাথ সরকারের লেখা ‘হারাধনের দশটি ছেলে’র উপমা নিয়ে ছড়ায় ব্যবহার করেছেন রুদ্রনীল। ত্রাণের চলে বিরিয়ানি তৈরি করার অভিযোগে রয়েছে তার , ঠিক আগের মতই সাদা কালো আবহেই কবিতার ভিডিও আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়।


রুদ্রনীল ঘোষের এটাই প্রথম নয়, এর আগেও রাজ্যের বিভিন্ন দুর্নীতি কাণ্ডের কবিতা ভিডিও বানিয়ে শাসকদলকে কটাক্ষ করেছেন রুদ্রনীল। কিছুদিন আগে ২১ জুলাই এবং অর্পিতা ও পার্থ ইস্যুতে কবিতা পাঠ করেছিলেন তিনি।কবিতার মাধ্যমে রুদ্রনীল ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেন, “২১ জুলাই মঞ্চ থেকে বেচল দিদি মুড়ি, ২২ জুলাই অর্পিতাদের ফ্ল্যাটে কোটি কুড়ি। মুড়ি বেচারbe টাকা নাকি চাকরি চুরির টাকা…. বলি ও দিদিভাই জবাব তো দিন,, মালিক তো আপনি একা।এরপর তিনি আরও বলেন, ২০ কোটির নোটের পাহাড় দেখল বঙ্গবাসী … তৃণমূলের উন্নয়নে অর্পিতারাই মুখ.. জেরার মুখে মন্ত্রী জানায় পাপের ABCD.. হকের টাকা লুটবে এঁরাই“।