মহাশক্তিশালী “কালপুরুষের সুগভীর পরামর্শ” আমফান্ ; শীঘ্রই জানুন এই শব্দের উৎপত্তিস্থল ও অর্থ

0

সমাচার ডেস্ক: আম্ফান নামটি থাইল্যান্ডের দেয়া। শব্দটির আক্ষরিক অর্থ দৃঢ়তা, স্বাধীন চিত্ত, শক্তিশালী ইত্যাদি।নামকরণের সার্থকতা এবার প্রমাণ হতে চলেছে: প্রথম আঘাত হানা মহাসেনের পরবর্তী ঘূর্ণিঝড়গুলোর জন্য নির্বাচিত নামগুলো ছিল— ফাইলিন, হেলেন, লহর, মাদী, নানাউক, হুদহুদ, নিলুফার, প্রিয়া, কোমেন, চপলা, মেঘ, ভালি, কায়নতদ, নাদা, ভরদাহ, সামা, মোরা, অক্ষি, সাগর, বাজু, দায়ে, লুবান, তিতলি, দাস, ফেথাই, ফণী, বায়ু, হিকা, কায়ের, মহা, বুলবুল, সোবা ও আম্ফান।

প্রসঙ্গত, ‘নর্দান ইন্ডিয়ান ওসেন সাইক্লোন’-এর নামগুলি আটটি দেশ পর্যায়ক্রমে রাখে। এই পর্যায়ক্রম এই রকম- বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, মায়ানমার, ওমান পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। সেই পর্যায়ক্রমে আট নম্বর তালিকায় শেষ নামটি হল আম্ফান।

ভারতে চার, বাংলাদেশ ২৪ এখানে উল্লেখ্য, এপ্রিলে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ভারতীয় মূল ভখণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কম। এর আগে এমন কোনও ইতিহাস নেই যে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে কোনও ঝড় আছড়ে পড়েছে।