ওয়েব ডেস্কঃ চোখের পাতা হঠাৎ লাফাতে শুরু হয়েছে , তখনই চিন্তায় আসে কি বেঘাত ঘটতে পারে । অনেকে মনে করেন এটা কুসংস্কার বেশ । জেনেনিন মটেও এটি বিপদের লক্ষন নয় , এটি বৈজ্ঞানিক পেক্ষাপটে বাস্তবিক অর্থে , এটি সমস্যার লক্ষণ ৷ চোখের পাতা কাঁপার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে ৷
বিজ্ঞান জানাচ্ছে, বিভিন্ন শারীরিক সমস্যার কারণেই মূলত চোখের পাতা কাঁপে। চোখের পাতা লাফানো একধরনের অসুখ৷ চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা যায়, ‘মায়োকিমিয়া’ পেশীর সংকোচনের কারণেই চোখের পাতা লাফায়। এছাড়া জ্বর, সর্দি, কাশির মতো চোখের পাতা কাঁপাও বিভিন্ন শারীরিক সমস্যার বাইরের লক্ষণ।
দুই একবার হঠাৎ চোখের পাতা লাফালে চিন্তার কিছু নেই৷ কিন্তু সেটা যদি মাত্রাতিরিক্ত হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত৷ মুলত দৃষ্টি সমস্যা , মানসিক চাপ, ক্লান্তি ,অ্যালার্জি ও ক্যাফিন গ্ৰহনে কারণে বাম চোখ বা ডান চোখের পাতা কাঁপে থাকে ।
চোখের পাতা লাফাচ্ছে তাই নিশ্চই কোনো খারাপ খবর আসতে পারে। এই ধরণের চিন্তা না করে যদি শারীরিক সমস্যা থাকে সেটা দূর করুন। নয়তো কিন্তু আপনার কুসংস্কারই সত্যি হয়ে যেতে পারে৷