সমাচার ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির খবর করতে গিয়ে রায়গঞ্জে আক্রান্ত হলেন সাংবাদিক।এই খবরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাজ্য জুড়ে।টেট দুর্নীতির মামলায় রাজ্যের ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের মধ্যে উত্তর দিনাজপুরের ৪০ জন প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গত কাল বুধবার টেট দুর্নীতির খবর পেয়ে রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামে যান সাংবাদিকেরা।
দেবব্রত রায় নামে এক যুবক প্রাথমিক স্কুলের চাকরির জন্য টাকা দিয়েছিলেন বলে খবর পাওয়া গেছিল পরে যদিও তিনি পুলিশের চাকরি পেয়ে যান।টেট দুর্নীতির খবর করতে গিয়ে সাংবাদিকদের উপর আক্রমণ করেন দেবব্রত। ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। আটক করা হয় দেবব্রত রায়কে।
এই আক্রমনে বেশ কিছু সাংবাদিক আক্রান্ত হয়েছে । আহতদের রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার।