‘শরিয়ত নয়,সংবিধান অনুযায়ী কাজ করবে সরকার’ হিজাব বিতর্কে মুখ খুললেন যোগী

0

সমাচার ডেস্ক: উত্তর প্রদেশে চলছে বিধানসভা নির্বাচন,এই মুহূর্তে খুব ব্যাস্ত রাজনৈতিক দল গুলো।এই সময়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ সংবাদ সংস্থার সঙ্গে সাক্ষাতের হিজাব বিতর্কের বিষয়ে একটি নিজের মত দিয়েছেন তিনি।

এই সাক্ষাৎকার চলাকালীন ধর্মীয় মৌলবাদীদের কটাক্ষ করে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ ( সোমবার) বলেছিলেন যে তাঁর “গাজওয়া-ই-হিন্দ স্বপ্ন” এমনকি “কেয়ামত” পর্যন্ত পূরণ হবে না। সরকার সব সময় সংবিধান অনুযায়ী কাজ করবে, শরিয়া আইন অনুযায়ী নয়।

সংবাদ সংস্থা এএনআই-এর সাথে একান্ত সাক্ষাৎকারে CM আদিত্যনাথ বলেছেন, “আমি সম্পূর্ণ স্পষ্ট করে বলতে পারি যে এটি একটি নতুন ভারত, এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারত। এই নতুন ভারতে, উন্নয়ন সবার জন্য।”

তিনি আরও বলেন যে, সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের মূলমন্ত্র নিয়ে কাজ করে। এই ‘নতুন ভারত সংবিধান অনুযায়ী চলবে, শরিয়ত নয়’। আমি এটাও স্পষ্ট করে বলতে চাই, কেয়ামত পর্যন্ত গাজওয়া-ই-হিন্দের স্বপ্নও পূরণ হবে না।