ঈদের ছুটিতে বাড়ির আঙিনায় ট্রাকটি রেখে দিয়েছিলেন চালক। ছুটি শেষ হবার পর ট্রাকটি নিয়ে বের হতে গিয়ে দেখেন এর মধ্যেই ট্রাকের ইঞ্জিনের বাসা বাঁধে ফেলে এক পাখি , তাতে কয়েকটি ডিমও রয়েছে। এটি দেখে ট্রাকটির চালক ডিম ফুটে বাচ্চা না বেরনো পর্যন্ত দেড় মাস গাড়ি চালানো বন্ধ রাখে । ঘটনাটি তুরস্কের রাজধানী আঙ্কারার নিকটবর্তী এক শহরে। দেড় মাস পর বাচ্চাদের নিয়ে মা পাখিটি উড়ে গেলে স্বস্তির নিশ্বাস ফেলেন চালক ।