বিছানায় বোনের মৃত দেহ পড়ে আছে, কিন্তু লাশ দাফনে পাচ্ছি না কাউকে, ফেসবুক লাইভ যুবক!

0

বাড়িতে বিছানায় বোনের মৃত দেহ পড়ে আছে । কিন্তু তার লাশ দাফন করার মতোও কাউকে পাচ্ছি না। আমাদেরকে নোংরা আবর্জনার চেয়েও বাজে জিনিস হিসেবে গণ্য করা হচ্ছে। ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর শিকার এক নারীর ভাই ফেসবুক লাইভে এসে এমনটাই জানিয়েছেন।

বোন করোনাভাইরাসে মারা যাওয়ার পর লুকা ফ্রাঞ্জেসে নামের ওই যুবক প্রথমে ভাবতেই পারেননি যে তাদের এমন বাজে পরিস্থিতিতে পড়তে হতে পারে। এভাবে প্রায় ৩৬ ঘন্টা কেটে গেছে কিন্তু এখন পর্যন্ত সাহায্য করতে কেউ আসেনি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তেরেসা ফ্রাঞ্জেসা নামের ওই নারী মৃগীরোগে আক্রান্ত ছিলেন। তবে গত সপ্তাহ পর্যন্ত তিনি সুস্থ ছিলেন। এরপরই তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দেয়। গত শনিবার সন্ধ্যায় ইতালির তৃতীয় বৃহত্তম শহর নেপলসে নিজ বাড়িতে মারা যান তিনি। শহরটি ইতালির দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শহরও বটে। লুকা জানান, তার বোনের করোনা টেস্ট করা হয়েছে মৃত্যুর পর।