সমাচার ডেস্ক:করোনা মহামারী আমেরিকার মত একটি প্রভাবশালী দেশকে দমিয়ে রেখেছে।করোনা সংক্রমণে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে মানুষের মত্যু হয়েছে তাতে প্রেসিডেন্ট ট্রাম্পের ওপরে ক্ষোভ বাড়ছে মানুষের।সামনে রয়েছে নির্বাচন ,তাই ট্রাম্প এক টিভি প্রোগ্রাম এ বলেন মাস খানেকের মধ্যে চলে আসবে করনার টিকা।
এবিসি নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘অন্য সরকারের আমল হলে হয়তো এই টিকা তৈরি করতে কয়েক বছর লেগে যেত। এফডিএ-র অনুমতি-সহ লাল ফিতের বাঁধনের একটা বিষয় ছিল। এখন তা হবে না। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা করোনা টিকা হাতে পেয়ে যাব। খুব বেশি হলে ৪ সপ্তাহ!’
অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল ফের শুরু হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে টিকার ট্রায়ালও চলছে। একমাত্র রাশিয়া টিকা তৈরি করে ফেলেছে বলে দাবি পুতিন সরকারের। এরকম অবস্থায় কীভাবে ট্রাম্প দেশ-সহ বিশ্ববাসীকে এক মাসের মধ্যে করোনার টিকা উপহার দেবেন কি ভাবে এটাই বড় প্রশ্ন।
নভেম্বরেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। দেশের রাজনৈতিক মহলের একাংশের ধারনা নির্বাচনের আগে করোনা টিকায় ছাড়পত্র দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসন।