মুহুর্তের মধ্যে ভ্যানিশ করে দেন চীনের অ্যাপ! আপনিও হতে পারেন চীনের বিরুদ্ধে এক সহযোদ্ধা? ১৪ দিনে ১ মিলিয়ন ডাউনলোড

0

সমাচার ডেস্কঃ- আপনি কি ভাবছেন যে চিন দ্রব্যকে বর্জন করবেন। তবে অবশ্যই এই প্রক্রিয়া আপনার হাতের মুঠোয়। কিন্তু আপনি চিনতে পারছেন না? আপনার মোবাইলে ঢুকে থাকা কোন অ্যাপগুলি চীনের অ্যাপ? তবে এবার তা চিনিয়ে দিতে বাজারে চলে এসেছে এক নতুন অ্যাপ। যাকে দিয়ে আপনি মুহূর্তের মধ্যেই ডিলিট করে দিতে পারবেন সমস্ত চীনের অ্যাপ গুলো। ১ মে লঞ্চ হওয়ার পর থেকেই অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যে প্রচুর সমর্থন পেয়েছে এবং দুই সপ্তাহেরও কম সময়ে এক মিলিয়ন ডাউনলোড অতিক্রম করেছে।

 

ভারতের জয়পুর-ভিত্তিক একটি স্টার্টআপ ‘রিমুভ চায়না অ্যাপস’ (remove china apps)  নামে একটি নতুন অ্যাপ্লিকেশন এনেছে। তবে এই অ্যাপের মাধ্যমে ভারতের জনগণ যেমন টিকটক থেকে আরম্ভ করে একাধিক জনপ্রিয়তাকে মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দিতে পারবেন। যা চীনের তৈরি অ্যাপগুলি শনাক্ত করবে এবং সংশ্লিষ্ট গ্রাহককে তা  ডিলিট করতে সাহায্য করবে
এটি বর্তমানে গুগল প্লেস্টোরে থাকা ফ্রি অ্যাপ্লিকেশন গুলির মধ্যে ১ নম্বরে রয়েছে। রেটিং ৪.৮। একদিকে ভারত ও চীনের মধ্যে উত্তাপ বৃদ্ধি ও বাণিজ্যিকভাবে চীনকে প্রবল ধাক্কা দেবার জন্য আপনিও হয়ে যেতে পারেন এবার ভারতের অন্য এক মাধ্যম।