ওয়েব ডেস্ক: সময়সীমা বাড়লো আধার-প্যান সংযুক্তিকরণের। আধার -প্যান সংযুক্তকরণ করা যাবে আগামী বছরের ৩১শে মার্চ পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য যে, পূর্ববর্তী নির্দেশিকা অনুযায়ী ২০১৯সালের ৩১শে ডিসেম্বরই ছিল সংযুক্তকরণের শেষ দিন।
কীভাবে আধার-প্যান সংযুক্তি করবেন?
অনলাইনে আপনাকে e-filling website (www.incomtaxindiaefilling.gov.in) যেতে হবে। সেখানে লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে। আপনার অ্যাকাউন্ট না থাকলে রেজিষ্ট্রেশন করতে হবে। লগ ইন করলে একটি পেজ খুলবে। তারপর নীল স্ট্রিপের প্রোফাইল বেছে নিতে হবে। আধার লিঙ্ক অপশন সেখানেই পাওয়া যাবে। সেটাকে প্রথমে সিলেক্ট করে তারপর আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে ক্লিক করতে হবে আধার লিঙ্ক অপশনএ।
আধার প্যান সংযুক্তকরণ ঠিক ভাবে হয়েছে কিনা জানার জন্য আয়কর বিভাগের ওয়েবসাইট এ গিয়ে লিঙ্ক আধার অপশনে গিয়ে ক্লিক করে দেখতে পারেন। এটি ক্লিক করবার পর আপনাকে একটি নতুন পেজএ নিয়ে যাওয়া হবে। যেখানে লিঙ্কএর স্ট্যাটাস যাচাই করতে আপনার প্যান ও আধার নম্বর নথিভুক্ত করতে হবে। যদি আপনার আধার নম্বর প্যানের সাথে লিঙ্ক করা থাকে তবেই আপনাকে নিশ্চিত বার্তা দেওয়া হবে এবং আপনার আধার নম্বরটির শেষ চারটি সংখ্যা দেখানো হবে।