মাটির নিচে গোপন জানালাহীন কক্ষে ট্রাম্পের গোপন বৈঠকে তৈরি হয়েছিল সোলেমানি হত্যার ব্লুপ্রিন্ট!

0

মধ্যপ্রাচ্যের দেশগুলোর আমেরিকার যে বরাবরই একটা ছায়া বর্তমান ছিল তা ভবিষ্যতেও থাকবে। তবে সুলেমানের মৃত্যুর পর যেন নড়েচড়ে বসেছে ইরান। কারণ বহুদিনের পরিকল্পনামাফিক নাকি সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এমনকি বিবৃতিতে জানানো হয়েছিল যে ভারতের দিল্লির পুরো আতংবাদি হামলা চালানোর পরিকল্পনা করেছিল সোলেমানি।

তবে এই ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল এক গোপন কক্ষে গোপন ডেরায়। হয়তো অনেকেরই অজানা। একটা ধারনা করা হচ্ছে, গোপন আলোচনার জন্য নির্মিত নিরাপদ স্থান রিসোর্টের একটি জানালাবিহীন কক্ষে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।আর সেখানেই তৈরি হয় যাবতীয় সরঞ্জাম এর ইতিবৃত্ত

৬২ বছর বয়সী ইরানি জেনারেলকে হত্যার পর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, ইরাক, সিরিয়া ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও সামরিক লোকজনের ওপর হামলার পরিকল্পনা করছিলেন সোলাইমানি। তবে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি মার্কিন প্রশাসন।

ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিয়েন, আর্মি জেনারেল মার্ক মিল্লেই উপস্থিত ছিলেন।