সমাচার ডেস্কঃ- চীন ক্রমশ নিজের শক্তি বৃদ্ধি করবার জন্য সাম্রাজ্যবাদী নীতি কে সামনে রেখেছে। পার্শ্ববর্তী দেশগুলো চীনের ওপর বেজায় চটে আছে। তার ওপর করোনা ভাইরাসের উৎপত্তিস্থল বলে চিহ্নিত হয়েছে চীন। ট্রাম্প সরকার স্বীকার করে নিয়েছেন।
এর মাঝেই চীন ও আমেরিকার ঠান্ডা যুদ্ধ ধীরে ধীরে উষ্ণতা পাচ্ছে। ফলস্বরূপ যুদ্ধে এবার বড় পরীক্ষা হতে চলেছে চীনের। এমনটাই মনে করছে সামরিক বিশেষজ্ঞরা।
যার কারণে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পৌঁছে গেছে বিশাল যুদ্ধজাহাজ। আমেরিকার সুপার ক্যারিয়ার USS Nimitzকে খুবই শক্তিশালী হিসেবে মানা হয়। পরিমানু শক্তিধর এই এয়ারক্র্যাফট ক্যারিয়ার আমেরিকার নৌসেনাতে ১৯৭৫ এর ৩ মে কমিশন করা হয়েছে।
এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ১১ এর অংশ, যারা একা নিজের দমে অনেক দেশকে বরবাদ করার ক্ষমতা রাখে। ৩৩২ মিটার দীর্ঘ এই এয়ারক্র্যাফটে ৯০ টি লড়াকু বিমান আর হেলিকপ্টার ছাড়াও ৩ হাজার সেনা থাকতে পারে।