সকালে ঘুম থেকে উঠে খালি পেটে মেথি খাওয়ার উপকারিতা !

0

#১/:  যাঁরা ওজন কমাতে চান, তাঁদের জন্য মেথি বেশ কার্যকর । এই জন্য দিনে দুই-তিনবার মেথি চিবাতে থাকুন।

#২/: শীত দিনে সর্দিকাশি এড়াতে লেবু ও মধুর সঙ্গে এক চা-চামচ মেথি মিশিয়ে খেলে উপকারী ।

#৩/: চুল পড়া ঠেকাতে মেথি খেলে উপকার পাওয়া যায়। মেথি সেদ্ধ করে সারা রাত রেখে তার সঙ্গে নারকেল তেল মিশিয়ে নিয়মিত মাথায় মাখলে চুল পড়া কমে।

#৪/:  হজমে সমস্যায় নিয়মিত মেথি খেলে সেই সমস্যা দূর হয়। 

#৫/: রক্তে চিনির মাত্রা কমানোর অসাধারণ এক শক্তি থাকায় ডায়াবেটিস রোগের জন্য খুব ভালো এই মেথি।

#৬/: নিয়মিত মেথি খেলে পেটে কৃমি হয় না। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে।

#৭/: মেথি আয়রনসমৃদ্ধ হওয়ায় রক্তস্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া রোগের পথ্য হিসেবে কাজ করতে পারে।

 

#৮/: মাতৃদুগ্ধ বাড়াতে ওষুধের বিকল্প হলো মেথি। সদ্য মা হওয়া নারীর জন্য মেথি উপকারী।

#৯/: ক্যানসার প্রতিরোধে কাজ করে মেথি, বিশেষ করে স্তন ও কোলন ক্যানসার প্রতিরোধের জন্য মেথি কার্যকর। মেনোপজ হলে নারীর শরীরে নানা ধরনের পরিবর্তন আসে। হরমোনের এই পরিবর্তনের কালে মেথি ভালো একটি পথ্য।

#১০/: মেথি পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম।