ফেসবুকে বিজ্ঞাপন এর “বিরক্তিকর” ঝলক এবার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে! আপনার ব্যক্তিগত একাউন্টে ঢুকেছে সেই ফিচার

0

ওয়েব ডেস্ক: মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। হ্যাঁ একদিন কবি হয়তো কথাটা ঠিক এই বুঝে লিখে গিয়েছিলেন। তবে এখন রাস্তার মোড়ে গোলির কোনে নয়। সরাসরি আপনি ঘরে বসেই আপনার মোবাইলে হাতের মুঠোয় বিজ্ঞাপনের ভরপুর দৃষ্টিনন্দন ছবি উপভোগ করতে পারবেন।

তবে এখন এতটাই বেড়ে গিয়েছে যে ফেসবুকে যে কোন ভিডিও খুললেই ঝলসে উঠছে বিজ্ঞাপনের ঝলক। এর সাথে নতুন সংযোজন হচ্ছে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসএ।

বা অন্য কোন ফিচার যোগ হচ্ছে। বিজ্ঞাপনের নতুন আইডিয়া? হ্যাঁ ঠিকই ধরেছেন. । এখন আপনি যত তাড়াতাড়ি স্ট্যাটাস শো করতে পারেন, আর পারবেন না।

বিজ্ঞাপন ঢুকে যাচ্ছে আপনার সেই ব্যক্তিগত অ্যাকাউন্ট এর মধ্যে। তবে যে বিজ্ঞাপন দেখা যাবে তার সোয়াইপ করে বিজ্ঞাপনটি দেখতে হবে।