৩-০ সিরিজ জয় তৃণমূলের প্রায় নিশ্চিত! কালিয়াগঞ্জ এ বিজেপি হারলেও বিগত কয়েক দশকের ঘর হারাল কংগ্রেস

0

2 লক্ষ 14 হাজার ভোটার ভোট দিয়েছে। প্রায় অনেকটাই সুস্থ স্বাভাবিক নির্বাচন হয়েছে। প্রার্থীর ভোট দেয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও সেটি পরবর্তীকালে অনেকটা স্তিমিত হয়ে গেছে। লোকসভা ভোটে প্রায় 57 হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি। আসার পর তৃণমূল এখনো কালিয়াগঞ্জে সেরকম বিশেষ ফল করতে পারেনি। কংগ্রেসের কাছে খুব গুরুত্বপূর্ণ আসল কারণ এটা তাদের জন্মভূমি তবে বামেরাও তাদের এবার সাথে লড়াইয়ে সাথে রয়েছে। এই আসনের উপর কোন সরকারের পতন বা সরকার গঠন নির্ভর করে না। কিন্তু 2021 এর বিধানসভা নির্বাচনের হাওয়া কোন দিকে যেতে চলেছে তার ফলাফল কি হতে পারে তার একটা আভাস পাওয়া যাবে। এবং যেখান থেকেই শুরু হয়ে যাবে এক বিশেষ পর্যালোচনা। তবে এনআরসি বিষয়টি একটা বিশেষ কার্যকরী ভূমিকা নিয়েছে তা বিশেষ সমালোচকদের মুখ থেকে উঠে আসা প্রসঙ্গ। আরজিন দুই হাজারের কাছাকাছি হলেও এই যায় কিন্তু তৃণমূলকে বাড়তি অক্সিজেন দেবে বলে মনে করছে বিশেষজ্ঞমহল। ভোটে জেতার পর প্রার্থী তপন সিংহ সকল কালিয়াগঞ্জ বাসীকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি উন্নয়নের স্বার্থে যেসকল ভোট দিয়েছে সে কথাই বোঝাতে চেয়েছে।