হিজাব পরে ‘জন গণ মন’ গাইলেন টেলি অভিনেত্রী এনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

0
হিজাব পরে ‘জন গণ মন’ গাইলেন টেলি অভিনেত্রী এনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বিনোদন ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশ জুড়ে অশান্তির পরিস্থিতি। এবার কলকাতার অভিনেত্রী এনা সাহা নিজের ফেসবুক একাউন্টে ভিডিও পোস্ট করে সম্প্রীতির বার্তা দিয়েছেন তিনি। শনিবার ভিডিওটি পোস্ট করেন এনা সাহা।

ভিডিওতে দেখা যাচ্ছে হিজাব পরে আছেন এনা সাহা, শুধু তিনি নন অন্যান্য শিল্পীরাও বিভিন্ন ধর্মের প্রচলিত পোশাক পরেছেন। কেউ বা গলায় ক্রু’শ, নামাবলী, কারও মাথায় টুপি।তাঁরা প্রত্যেকে জন গণ মন গেয়ে উঠছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভিডিওটি।

ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, বৈচিত্র্যের মাঝে ঐক্য সর্বদা মূল এবং মূলত এই সুন্দর দেশ।দেশে’র স’মস্ত ধ’র্ম’কে এক সূত্রে বাঁধার একটা পথ হল ঐক্য।আজ আমরা দেশের সব ধরনের সংস্কৃতি কে সম্মান জানাই।”