আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়ে দেশে ফিরছেন সুরেশ রায়না

0

সমাচার ডেস্ক: আইপিএল প্রেমীদের জন্য খারাপ খবর।আইপিএল এর সমস্ত ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন সুরেশ রায়না (Suresh Raina)। এমনকি নিজের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসকে এই কথাটি জানিয়ে দিয়েছেন।শনিবার দিন সিএসকের (CSK) তরফে একটি টুইট করে এ খবরটি দেয়া হয়।

সেই টুইটারে লেখা রয়েছে,কিছু ব্যক্তিগত কারনের জন্য দেশে ফিরে যাচ্ছেন রায়না তাই এবারের মতো তিনি আইপিএল খেলবেন না। রায়নার পরিবারের ও তার পাশে সব সময় পাশে রয়েছে দল (CSK)।কিন্তু হঠাৎ করে কেন এ ধরনের পদক্ষেপ নিলেন সুরেশ রায়না? আইপিএল প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটি‌। ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

উল্লেখ্য গত পনেরোই আগস্ট এর দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানায় না কিন্তু তার আগেই মহেন্দ্র সিং ধোনি অবসরের ঘোষণা করেন তার কিছুক্ষণ পরেই রায়না জানিয়ে দেন যে তিনি তাঁর প্রিয় ক্যাপ্টেন কুল এর পথেই হাঁটবে।