হাড়কাঁপানো শীতে রোদে এসে একটু উত্তাপ নেয়ার চেষ্টা করেন সবাই। শীতকালে রোদ যতটা আরামদায়ক ঠিক ততটাই ক্ষতিকর । শীতের রোদ ত্বকের জন্য ক্ষতিকর।কারণ বছরের অন্যান্য সময়ের চেয়ে শীতের রোদে ক্ষতিকর প্রভাব বেশি থাকে। রোদের প্রখরতা কম থাকায় শীতের রোদে সবাই একটু বেশি সময় কাটায়। ফলে শীতের রোদে ত্বকের ক্ষতিও বেশি হয়।
সকাল থেকে বিকাল পর্যন্ত অনেকে গায়ে রোদ মেখে আরাম পান। আর তাই শীতে কেউই রোদ এড়িয়ে চলতে চান না।শীতের মিষ্টি রোদ থেকে উষ্ণতা আহরণের আকাক্ষা থাকে সবারই।অতিরিক্ত সময় রোদে থাকলে ত্বক শুষ্ক হয়ে যায়। বাড়ে স্কিন ক্যানসারের সম্ভাবনা। আসলে শীতকালে পৃথিবীর বাইরে থাকা ওজন লেয়ার পাতলা হয়ে যায়। অতিবেগুনি রশ্মি অনেক বেশি করে গায়ে লাগে।
শুধু তাই নয় শীতকালে বেশিক্ষণ রোদে থাকলে ত্বক স্বাভাবিক রঙ হারায়, বলিরেখা পড়ে, পুরু হয়ে যায়। সামান্য আঘাতে কালশিটে দাগ পড়ে যায়। সূত্র: পদ্মা নিউজ।