বিনোদন ডেস্ক: ‘অর্জুন পাতিয়ালা’ সিনেমার একটি দৃশ্যই এক নম্বরে উল্লেখ করা হয়েছে সেই নম্বরে ফোন করে একটা প্রশ্ন সকলের মনে ‘এটা কি সানি লিওনের নাম্বার?’ এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে দিল্লির বাসিন্দা পুনিত আগরওয়ালের সঙ্গে।সেই দৃশ্যে দিলজিৎ দোসাঞ্জকে নিজের ফোন নাম্বার দেন সানি লিওন। সিনেমা সাধারণ অকেজো নম্বর দেওয়া হয় । কিন্তু এই একদমই আলাদা সেই নাম্বারটি দিল্লির ২৭ বছরের বাসিন্দা পুনিত আগরওয়ালের।সে থেকে শুরু মোবাইলের অপর প্রান্ত থেকে একটা প্রশ্ন ‘এটা কি সানি লিওনের নাম্বার?’ । শুধু অডিও কল নয় ভিডিও কলের অভাব নেই ।দিনে শতশত কল আর বার্তা পেতে পেতে ক্লান্ত দিল্লির পুনিত।