বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন অতিতের জীবনের জন্য নানা কারণে আলোচনার শীর্ষে থাকে তিনি। চলতি বছরে দেশের মধ্যে সবথেকে বেশি গুগলে খোঁজা হয়েছে বলিউড অভিনেত্রী সানি লিওনকে। এমনকি গুগল সার্চে পেছনে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সালমান খান ও শাহরুখ খানকেও।
গুগল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক মুক্তি পাওয়া বায়োপিক ‘করণজিৎ কৌর : দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ এর জন্যে দেশের গুগল সার্চে শীর্ষে বলি অভিনেত্রী।মণিপুর ও আসাম অঞ্চল থেকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে সানিকে।
সানি লিওন বলেন, ‘ পুরো কৃতিত্বই আমার ভক্তদের, কারন তারা আমার সব সময় পাশে ছিলেন।’ শুধু চলতি বছরে না গত বছরও দেশের গুগলে খোঁজা তারকাদের মধ্যে শীর্ষে ছিলেন সানি।