বিনোদন ডেস্ক: শেষ পর্যন্ত মুক্তি পেল অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’-এর ট্রেলার। এই ছবিতে অক্ষয় কুমারকে একেবারে নয়া লুকে দেখা যাবে।একজন পুরুষ থেকে তাঁর বৃহন্নলা হয়ে ওঠার গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে ছবির ট্রেলারে।
তবে ছবিটি বেশ মজার হতে চলেছে কয়েক মিনিটের ট্রেলার দেখে বোঝা যাচ্ছে হাসির অনেক সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। যেহেতু ছবিতে অক্ষয় কুমার তাই মজাটাই আলাদা।
আজ জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং সাইটে এই ট্রেলার শেয়ার করেন অক্ষয় কুমার। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রেমিকার বাবার মন জয় করতে তাদের বাড়িতে এসেছিল আসিফ ।
Jahan kahi bhi hain, wahi ruk jaayyein aur taiyyaar ho jaayyein dekhne #LaxmmiBomb ka trailer, kyunki barasne aa rahi hai Laxmmi! #LaxmmiBombTrailer out now. #YeDiwaliLaxmmiBombWali! 💥
#FoxStarStudios #DisneyPlusHotstarMultiplex @advani_kiara @offl_Lawrence pic.twitter.com/oJM6YljkBX
— Akshay Kumar (@akshaykumar) October 9, 2020
কিন্তু সেখানে ঘটে অন্য ধরনের ঘটনা মুহূর্তের মধ্যে বলতে যে সমস্ত পরিচিতি তবে প্রথমের দিকে ভূতের ভয় না পেলেও পরে ভূতই তার শরীরে এসে বাসা বাঁধে । এরপর বদলে যায় অক্ষয় কুমারের সমস্ত আচরণ ও সাজা গোজা।
যেখানে প্রেমিকার বাবার মন জয় করার পরিবর্তে তাকে মারধরও করতে শুরু হয় । তবে আপনার মজার ছবিটি দেখার জন্য অপেক্ষা করতে হবে ৯ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ছবিটি মুক্তি পাবে ডিজ়নি প্লাস হটস্টারে ।