ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘লেকিমা’,রেড অ্যালার্ট জারি!

0

চীনে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘লেকিমা’। উপকূলীয় অঞ্চলে এরইমধ্যে রেড অ্যালার্ট জারি করেছে চীন। বর্তমানে তাইওয়ান উপকূলে অবস্থান করছে ‘লেকিমা’ ঘন্টায় ১৯০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে চীনের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি।

চীনের আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে,শনিবারের মধ্যে এটি চীনের ঝেজিয়াং প্রদেশে আঘাত হানবে বলে ধারনা করা হচ্ছে। সরকারের পক্ষথেকে উপকূলে হাজার হাজার লোককে আগাম সতর্কতা হিসেবে বাড়িঘর ছেড়ে অন্যত্র নিরাপদ কোথাও আশ্রয় নিতে বলা হয়েছে।