সমাচার ডেস্ক: জন্মদিন আমরা কম বেশি সবাই পালন করি ,জন্মদিন পালন হলো সবার জীবনের একটা আনন্দের দিন,সবার মতো নিয়া শর্মা বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের ফ্ল্যাটেই জন্মদিন উপলক্ষে ছোটোখাট একটি পার্টির আয়োজন করেন ‘নাগিন ৪’ টেলিসিরিয়ালের অভিনেত্রী নিয়া শর্মার বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠরা। গোটা দিন জুড়ে অভিনেত্রী ১৮টি বার্থ-ডে কেক কাটেন।
এই ১৮টি কেক গুলোর মধ্যেই একটি কেক ছিল পুরুষ যৌনাঙ্গের মতো দেখতে। শুধু তাই নয়, পুরুষাঙ্গ থেকে বীর্য পড়ার মতোই ছিল কেকের ডিজাইন। সেই কেক কাটার মূহূর্ত নিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বন্ধুদের দেওয়া সারপ্রাইজের তালিকায় এমন আকার ও মাপের কেক দেখে অভিনেত্রী নিজেও যে যথেষ্ট অস্বস্তিতে পড়েছিলেন, ভাইরাল ওই ভিডিওতে তা একেবারে সুস্পষ্ট।
৩০ বছরে পা, তাই ভেবেছিলেন বন্ধুবান্ধবদের নিয়ে জন্মদিনটা একটু বিশেষভাবেই কাটাবেন। কিন্তু কোথায় কী! নায়িকার বন্ধুবান্ধবরা তাঁর জন্মদিনটিকে বিশেষ করে তুলতে যা করলেন, তাতে একেবারে ভয়ংকর রকমের ট্রোলের শিকার হতে হল জনপ্রিয় অভিনেত্রী নিয়া শর্মাকে। অতঃপর মজাই হয়ে দাঁড়াল সাজা!
অভিনেত্রীর এমন ভিডিও ও ছবি সোশাল মিডিয়া তে পোস্ট হাওয়ার পর ট্রোলের শিকার হতে হয় অভিনেত্রী নিয়া শর্মাকে।এই বিশেষ দিন উপলক্ষে তিনি যে কেক কাটছেন, তা মোটেই সু-শোভন নয়, বরং বেশ দৃষ্টিকটূ! এই অভিযোগ তুলেই নেটদুনিয়া উত্তাল অভিনেত্রী নিয়া শর্মাকে নিয়ে। বলছেন, “অশ্লীলতার চূড়ান্ত!”