সোনিয়া পুত্র রাহুলের নামাজ ধর্মনিরপেক্ষতা! মোদির রাম মন্দির পুজোয় সাম্প্রদায়িকতা? মুসলিম সংগঠনের বিচিত্র প্রশ্ন

0

সমাচার ডেস্কঃ- রাম মন্দির প্রতিষ্ঠা এক বড় বিতর্ক তৈরি করে দিয়ে গেল ভারতের ইতিহাসে। কিন্তু যদিও এর সদর্থক ভূমিকা সিংহভাগ। কিন্তু ওই যে প্রবাদ আছে “যারে দেখতে নারি তার চলন বাঁকা “সত্যি কি এমনটা ঘটেছে? যদি বা ঘটে থাকে তাহলে রাজনীতির অন্দরমহলে বিতর্ক এবং তা চলবে বিরোধিতার মাধ্যমে।

 

সংগঠনের পক্ষ থেকেও এও বলা হয়েছে যে, একটি ধর্মনিরপেক্ষ দেশের প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী কীভাবে একটি ধর্ম বিশেষের ভূমি পুজোয় অংশগ্রহণ করলেন? এটি দেশের ধর্মনিরপেক্ষতার উপরে ব্যাপক আঘাত। এবং সংবিধান শপথ বিরোধী কাজ। তাঁরা জানিয়েছেন, এই কাজ কোনদিনও একটি গণতান্ত্রিক দেশে কল্পনা করা যায় না।

 

এদিকে রাম মন্দির প্রতিষ্ঠায় দেশের কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে। সাথে প্রায় পাঁচশো বছর এর মামলা নিষ্পত্তি হয়েছে এর মাধ্যমে।

 

অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পুজোর পরপর বাংলার ইমাম সংগঠন রাজ্যের মুসলিম সম্প্রদায় মানুষদের বিজেপি, আরএসএস, VHP দল গুলোর থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। যদিও এর আগেই মুসলিম সংগঠনগুলোর পক্ষ থেকে এর চরম বিরোধিতা করা হয়েছিল।

 

এতে তাঁদের এবং তাঁদের পরিবারের ভালো হবে বলে জানিয়েছে বাংলার ইমাম সংগঠন (Bengal Imams Associations)। শুক্রবার বাংলার ইমাম সংগঠনের সভাপতি মোঃ ইয়াহিয়া এই ঘোষণা করেছেন। এই ঘোষণার মধ্যেই কি রয়েছে প্রচ্ছন্ন হুমকি? প্রশ্ন জাগছে সাধারণের মনে। যদিও উনি বলেছেন, বিজেপির বর্তমান অবস্থা হল ‘অ্যান্টি ইসলাম, অ্যান্টি মুসলিম।”