সমাচার ডেস্ক: সালমান খান ও সোনাক্ষী সিনহার বিয়ের ছবি ভাইরাল হতেই বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা রয়েছেন সোনাক্ষী। সেই ছবি দেখে মনে হচ্ছে সালমান খানের সঙ্গে বিয়ে করছেন তিনি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে, সোনাক্ষীও এ নিয়ে কড়া জবাব দেন। তবে এবার আর্থিক প্রতারণায় নাম উঠেছে এই বলি অভিনেত্রীর।উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি আদালত সোনাক্ষী সিনহার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা রুজু করা হয়েছে।
উত্তর প্রদেশের মোরাদাবাদের কাটঘর থানা এলাকার বাসিন্দা ইভেন্ট অর্গানাইজার প্রমোদ শর্মা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যেখানে সোনাক্ষী সিনহাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে সোনাক্ষী না পৌঁছালে ইভেন্ট আয়োজক টাকা ফেরত দাবি করেন। জানা গেছে, সোনাক্ষীর ম্যানেজারও টাকা ফেরত দিতে রাজি হননি।অনেকবার সোনাক্ষী সিনহার সঙ্গে যোগাযোগ করেও আয়োজক টাকা না পেয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেন।
তবে এই মামলাটি ৩ বছর আগে কার (২০১৮)এই মামলায় সোনাক্ষীর ক্রমাগত অনুপস্থিতির কারণে, এখন জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছে আদালত। প্রমোদ শর্মা ২০১৮ সালে কাটঘর থানায় সোনাক্ষী সিনহা সহ পাঁচজনের বিরুদ্ধে জালিয়াতি করে ৩৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন। আদালত পুলিশকে সোনাক্ষী সিনহাকে গ্রেফতার করে ২৫ এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে।