সমাচার ডেস্ক: রাজ্য জুড়ে তোলপাড় SSC দূর্নীতি নিয়ে, ইতিমধ্যেই প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠের বাড়িতে কি উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। আপনাদের জানিয়ে রাখি, অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে মোট প্রায় ৫০ কোটি টাকা।এর পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যুতে বিস্ফোরক দাবি করলেন মিঠু চক্রবর্তী (Mithun Chakraborty)।
আজ (বৃহস্পতিবার) সকালে বিমানবন্দরে সাংবাদিকদের মিঠুন চক্রবর্তী জানিয়েছেন ,আমার মনে হয় না, এত টাকা এই দু’ জনের হতে পারে। এখানে অনেকের টাকা রয়েছে,আমি স্যার ও ম্যাডামকে অনুরোধ করব, এত কষ্ট নিজেরা নিবেন না ,সত্যি কথা সকলকে বলে দিন।এর আগেও বিজেপি নেতা মিঠু চক্রবর্তী জানিয়েছিলেন, তৃণমূলের ৩৮ বিধায়ক যোগাযোগ রাখছে বিজেপির সঙ্গে, এমনকি ২১ টি বিধায়ক তো সরাসরি যোগাযোগ রেখেছে, তবে তাঁর এই মন্তব্য অনেক তৃণমূল নেতাকর্মীরা মন্তব্য করছেন ।
উল্লেখ্য,রাজ্যের স্কুল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির ঘটনায় বিশেষ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সংস্থা এডি । টালিগঞ্জের বিপুল সম্পত্তির উদ্ধারের পর বেলঘরিয়ার ফ্ল্যাটেও হানা দিচ্ছেন ইডি , গতকাল (বুধবার) এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কলকাতার বেলঘরিয়ায় মন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে অভিযান চালায়।
সেখান থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে ইডি। পাহাড়ের মত নোট গুঁনতে পাঁচ ব্যাঙ্কের আধিকারিককে ডাকা হয়েছে। এছাড়া টাকা কোনার যন্ত্র আনা হয়। বর্তমান সূত্র জানায়, ২০ কোটি টাকার বেশি নগদ টাকা পাওয়া গেছে। এছাড়া ২ কোটি টাকারও বেশি রয়েছে সোনা।