প্রথমে ফ্রি, তারপর আকাশছোঁয়া চার্জ জিও সিমের! এই আতঙ্ক এখন ইলেকট্রিক মিটার ক্ষেত্রেও সাধারণের মনে?

0

সমাচার ডেস্ক: এক দেশ এক বিদ্যুৎ বিল। এমনই প্রথায় ভারতকে বাঁধতে চলেছে বর্তমান কেন্দ্র সরকার। কিন্তু তার আচ পাওয়া গেল বর্তমান বাজেটে। আগামী তিন বছরের মধ্যে দেশজুড়ে স্মার্ট প্রিপেড ইলেকট্রিক মিটার চালু করার ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ । ২০২০-২১ বাজেটে এই নয়া উদ্যোগের ঘোষণা করলেন। এমন ঘোষণার পর থেকেই একটি প্রশ্ন মাথায় আসছে যে মানুষ কিভাবে ফোনের বিল এর মতোই ইলেকট্রিক ব্যবহার নির্দিষ্ট সময়ের মধ্যে কিনে নেবে এবং তার ব্যবহার উপযোগী হয়ে যাওয়ার পর নিজে থেকে কেটে যাবে লাইন? সমস্ত প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মনে ঘুরছে বিভিন্ন প্রশ্ন।

তবে এ ফোনের বিষয়ে মানুষের মনে একটি আতঙ্ক আগেই ঢুকে রয়েছে। যে রিলায়েন্স জিও ঢোকার পর প্রথম এক বছর ফ্রি তে তারা ব্যবহার করেছে এবং তারপর ধীরে ধীরে সেই টাকার অংক বাড়তে বাড়তে এখন প্রায় আকাশছোঁয়া হয়ে গিয়েছে বিল। তেমন গ্যারাকল এ কি পড়তে হবে মানুষকে? মানুষের মধ্যে থেকে এমন প্রশ্ন উঠে আসছে।

 আর তার জন্য বাজেটে ২২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।অর্থমন্ত্রী আরও সংযোজন করেছেন,  আগামী তিন বছরে সমস্ত গ্রাহকদের জন্য  স্মার্ট প্রিপেড মিটার, বিদ্যুত্ প্রদানকারী সংস্থা নিজের মতো বেছে নেওয়া সুযোগ করে দেবে কেন্দ্রীয় সরকার।