কল্পনা চাওলার পর মহাকাশে যাচ্ছেন দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত সিরিষা

0

সমাচার ডেস্ক: মহাকাশ অভিযানের ইতিহাসে স্মরণীয় থাকতে চলেছে চলতি বছরের জুলাই মাসটি।১১জুলাই মহাকাশে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত সিরিষা বান্ডলা ।বিলিয়নেয়ার শিল্পপতি রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালেক্টিকের প্রথম ক্রু-সহ টেস্ট ফ্লাইট।

সেখানেই ব্র্যানসন-সহ ক্রুদের তালিকায় আছেন সিরিষাও।দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা যিনি কল্পনা চাওলার পরে মহাকাশে যাবেন। তবে আপনাদের জানিয়ে রাখি চলতি মাসের আগামী ২০ জুলাই নিউ শেফার্ড স্পেসশিপে মহাকাশে যাচ্ছেন আরেক বিলিয়নেয়ার জেফ বেজোস।

তবে জেফ বেজোসের মহাকাশ সফরের ৯ দিন আগে মিশনটি শুরু হবে। Unity22 মিশনের রিসার্চার হিসাবে যোগ দেবেন ৩৪ বছরের সিরিষা। ভার্জিন গ্যালেকটিকে রিসার্চ অপারেশনস-এর ভাইস প্রেসিডেন্ট তিনি। এবং সেই সঙ্গে ভার্জিন গ্যালেকটিকের গভর্নমেন্ট অ্যাফেয়ার্সও দেখেন তিনি।

টুইটারে সিরিষা লিখেছেন, Unity22-এর ক্রু হিসেবে যোগ দিতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। ‘মহাকাশকে সবার ধরাছোঁয়ার মধ্যে আনার চেষ্টা করছে এমন সংস্থার অংশ হতে পেরে আমি ধন্য’