শিবের ভজন গাওয়া ‘হারাম’ ফতোয়া জারি মৌলবীদের,সংগীতের কোনও ধর্ম হয় না উপযুক্ত জবাব দিলো ফারমানি নাজ!

0

সমাচার ডেস্কঃ গায়িকা ফরমানি নাজ, যিনি কয়েক বছর আগে ‘ইন্ডিয়ান আইডল’-এও অংশ নিয়েছিলেন, তিনি এখন বিতর্কের মধ্যে রয়েছেন। বিতর্কের কারণ হল দেওবন্দের একজন মুসলিম ধর্মগুরু তার হিন্দু ধর্মের জন্য গান গাওয়া নিয়ে আপত্তি জানিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, ফরমানি হিন্দু দেবতা ভগবান শিবের প্রশংসা করে ‘হর হর শম্ভু’ গান গেয়েছিলেন, যার কারণে তিনি সমালোচনার মুখোমুখি হয়েছেন।

এবার তিনি এই উপযুক্ত জবাব দিয়ে বলেছেন,সংগীতের কোনও ধর্ম হয় না।তাঁর বিরুদ্ধে অভিযান ছিল যে,মুসলিম হয়ে শিবের ভজন করে ধর্ম বিরুদ্ধ কাজ করেছন। ৯ দিন আগে নিজের ইউটিউব চ্যানেলে গানটি তিনি রিলিজ করেন। এই মুহূর্তে তাঁর ইউটিউব চ্যানেলের মোট সাবস্ক্রাইবার সংখ্যা ৩৮ লাখে পৌঁছে গিয়েছে।

উল্লেখ্য,ফরমানি নাজ ইন্ডিয়ান আইডলের গানের অনুষ্ঠানের অংশও ছিলেন। কয়েকদিন আগে মুজাফফরনগরের ইন্ডিয়ান আইডল খ্যাত ফরমানি নাজ ‘হর হর শম্ভু’ গানটি রেকর্ড করে ইউটিউবে আপলোড করেছেন। এরপর থেকে তিনি ওলামাদের নিশানায়। তবে তার ‘হর হর শম্ভু’ গানটি ইন্টারনেটে বেশ জনপ্রিয়তা পাচ্ছে।দেওবন্দের নেতা ওলামা মুফতি আসাদ কাসমি তার বক্তব্যে বলেছেন, ‘ইসলামে কোনো ধরনের নাচ-গান করা জায়েজ নয়। যে ব্যক্তি এই ধরনের নাচ বা গান গায়, তা জায়েয নয়, হারাম। মুসলমানদের উচিত হারামের কাজ থেকে বিরত থাকা।

এই মহিলার গাওয়া গান বৈধ নয়। এটা হারাম, তার উচিত আল্লাহর কাছে তওবা করা। এ প্রসঙ্গে ফরমানি নাজ বলেন, ‘লতাজির এই প্রথম গানটি আমি গেয়েছি। এটি খুব ভাইরাল হচ্ছে এবং লোকেরা প্রচুর শেয়ার করছে। তবে বিবাদ বাড়তে দেখে মেয়েটির পরিবার জানিয়েছে, রাহুল নামে একটি ছেলে এসেছে। যিনি ফরমানীর গানের ভিডিও আপলোড করেছেন