দিদিকে বল কর্মসূচি,রেশন ডিলারের দুর্নীতি নিয়ে সোচ্চার বনভূমি কর্মাধ্যক্ষ

0

হক জাফর ইমাম ,মালদা:দিদিকে বল কর্মসূচি নিয়ে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে আদিবাসী এলাকায় পৌঁছে গেলেন মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ পিংকি সরকার মাহাতো। প্রখর রোদ কে উপেক্ষা করে কয়েকশো দলীয় কর্মীদের সাথে নিয়ে এদিন তিনি হবিবপুর বিধানসভা কেন্দ্রের বামন গোলা সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে পৌঁছে যান।

এই সব এলাকায় তিনি পৌঁছে গিয়ে দিদিকে বল কর্মসূচির বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন। কন্যাশ্রী, সবুজশ্রী, যুবশ্রী, বাংলার আবাস যোজনা সহ দিদির একাধিক প্রকল্প নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শুনেন। এই অভাব অভিযোগ শুনার পাশাপাশি গ্রামবাসীদের হাতে দিদিকে বলো ফোন নাম্বার দেওয়া একটি করে কাড তুলে দেন তিনি। এলাকাবাসীরা জানান, দিদিকে বল কর্মসূচি নিয়ে আজ তাদের এলাকায় এসেছেন মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ পিংকি সরকার

মাহাতো। এলাকার উন্নয়ন এবং অউন্নয়নের অভিযোগ তারা তুলে ধরেন। সেই সঙ্গে বামনগোলা অঞ্চলের কলোনি এলাকায় প্রায় শতাধিক পরিবারের বসবাস। কিন্ত তাদের নিজস্ব কোন জায়গার দলিল নেই। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে যাতে পাট্টা দেওয়া হয় দিদিকে বল কর্মসূচির মাধ্যমে তা তিনি জানান।

অন্যদিকে দিদিকে বল কর্মসূচির মধ্যে দিয়ে এদিন রাস্তাঘাটের সমস্যা থেকে শুরু করে পানীয় জলের সমস্যা, এক ডিলারের দুর্নীতি সহ একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে। যেসব এলাকা থেকে এই অভিযোগ উঠেছে ঘটনাস্থল থেকে ফোন মারফত সমস্যা সমাধানের উদ্যোগ নেন বনভূমি কর্মাধ্যক্ষ পিংকি সরকার মাহাতো। তারমধ্যে উল্ল্যেখযোগ্য ভাবে এদিন গোপাল জসয়াল নামে এক রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সোচ্চার হোন তিনি। ঘটনাস্থল থেকে ফোন মারফত বিষয়টিকে দিদিকে জানাবার কথা জানান বনভূমি কর্মাধ্যক্ষ।

এই বিষয়ে পিংকি সরকার মাহাতো জানান, দিদিকে বল কর্মসূচি নিয়ে আজ এলাকাবাসীদের মাঝে পৌঁছে গিয়েছিলেন তিনি এবং দলীয় কর্মীরা। অভিযোগ পেয়েছেন। কিছু কিছু এলাকায় উন্নয়ন হয়েছে, অনেক এলাকায় উন্নয়ন হয়নি এই অভিযোগ পেয়েছেন। প্রকাশ্যে আসে দুর্নীতির অভিযোগো। সেই বিষয়গুলি খতিয়ে দেখার পাশাপাশি ফোন মারফত সেই সকল দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হোন তিনি। তিনি আরো জানান, এলাকাবাসীদের ভালো-মন্দ সমস্ত অভিযোগ দিদিকে বল কর্মসূচির মধ্যে দিয়ে খাতায় নোট করা হলো। আগামীতে সেগুলি পূরণের উদ্যোগ নেওয়া হবে।

এদিন দিদিকে বল এই কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ পিংকি সরকার মাহাতো, তৃণমূল নেতা হরিহর মাহাতো, মোস্তাফিজুর সরকার, রামপ্রসাদ সরকার সহ অন্যান্যরা।