রোজ ৮ কিমি পথ হেঁটে স্কুল যেতেনে স্কুলের শিক্ষিকা, আজ তিনি IAS অফিসার

0

সমাচার ডেস্ক:রোজ ৮কিমি পথ হেঁটে স্কুলে যেতেন ,আজকের দিনে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।এমন একজন শিক্ষিকা হলেন সিরত ফতেমা যিনি সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য রোজ ৮ কিমি হেঁটে যেতেন ।

২০১৭ সালের ইউপিএসসি-তে দেশে ৮১০ র‌্যাঙ্ক করে আজ সিরত ফতেমা আইএএস অফিসার৷ প্রাইমারি স্কুলে পড়াতে পড়াতেই এই সাফল্য পেয়েছেন উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা ফতেমা৷

ফতেমার জীবনের গল্প বা  আমাদের কাছে অনুপেরনা বলতে পারেন, ফাতেমার বাবা পেশায় অ্যাকাউন্ট্যান্ট এর কাজ করতেন,তার বাবার স্বপ্ন ছিলো মেয়েকে আইএএস অফিসার হবে।২০১৭ সালে  তার বাবার স্বপ্ন পূরণ হলো।ফতেমা ২০১৪ সাল থেকে এক্সাম দিলেও সফল হতে পারেনি বরং শক্ত হয়েছে মনোবল ,আর সেই মনোবলের জোরে আজ তিনি IAS অফিসার।

ফতেমা যখন দ্বাদশ শ্রেণী কৃতিত্বের সাথে পাস করে তখন তার পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিলনা।কোনো রকম পড়াশোনা শেষ করে একটি প্রাইমারি স্কুলে পড়ানো শুরু করে আজ তিনি IAS অফিসার।