উৎকণ্ঠার প্রহর রাজ্যবাসী উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন তড়িঘড়ি বাতিল দেখে নিন তালিকা

0

গোটা দেশজুড়ে চলছে সর্তকতা। প্রধানমন্ত্রী মোদী দিলেন জাতির উদ্দেশ্যে ভাষণ। করোনাতঙ্কে এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যাতায়াত ব্যবস্থা। মানুষের ঢল নাম ছিল যেখানে বাড়ি যাবার জন্য সেখানে এখন প্রায় শুনশান রাস্তাঘাট। বাতিল হচ্ছে একাধিক ট্রেন। টিকিট ক্যানসেল এর বাহার চিন্তায় ফেলেছে সমস্ত সংস্থা কে। আর এবার সেই ট্রেনের তালিকা এক নজরে

১২৫২৫ কলকাতা-ডিব্রুগড় এক্সপ্রেসঃ এই ট্রেন আগামী ২৫ মার্চ থেকে ১ এপ্রিল বাতিল করা হল।

১২৫২৬ ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেসঃ এই ট্রেন আগামী ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হল।

 ১৩৩৩১ ধানবাদ-পাটনা এক্সপ্রেসঃ এই ট্রেন আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হল।

১৩৩৩২ পাটনা-ধানবাদ এক্সপ্রেসঃ এই ট্রেন আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হল।

১৫৬১৯ গয়া- কামাখ্যা এক্সপ্রেসঃ এই ট্রেন আগামী ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হল।

১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেসঃ এই ট্রেন আগামী ২৩ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বাতিল করা হল।

১৫৭১১ হাওড়া- কাটিহার এক্সপ্রেসঃ এই ট্রেন আগামী ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হল।

১৫৭১২ কাটিহার- হাওড়া এক্সপ্রেসঃ এই ট্রেন আগামী ২৩ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত বাতিল করা হল।

১৫৯৪১ ঝাঁঝাঁ- ডিব্রুগড় এক্সপ্রেসঃ এই ট্রেন আগামী ২০ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বাতিল করা হল।

১৫৯৪২ ডিব্রুগড়- ঝাঁঝাঁ এক্সপ্রেসঃ এই ট্রেন আগামী ২৬ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হল।

১৫৯৫৫ ডিব্রুগড়- দিল্লি এক্সপ্রেসঃ এই ট্রেন আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হল।

 ১৫৯৫৬ দিল্লি- ডিব্রুগড় এক্সপ্রেসঃ এই ট্রেন আগামী ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হল।