সমাচার ডেস্ক: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বাঘমা এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছেন। সন্ত্রাসীদের লুকিয়ে থাকার খবর নিয়ে সুরক্ষা বাহিনী অনুসন্ধান শুরু করেছিল।
এর আগে সোমবার, সেনা ও পুলিশ যৌথ অভিযানে জম্মু-কাশ্মীরে অনন্তনাগ জেলার কুলছোহার এলাকায় নিরাপত্তা বাহিনী ৩ জঙ্গিকে হত্যা করেছে।
এদিন নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হয় হিজবুল কমান্ডার মাসুদ-সহ তিন জঙ্গি ।কাশ্মীর পুলিশ জানিয়েছেন হিজবুল নেতা ও তার শাগরেদদের নিকেশ (Anantnag Encounter) করার জন্য গোটা দোদা জেলা এখন জঙ্গিমুক্ত।
গত ২৬ জুন পুলওয়ামার ত্রালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয়েছিল তিন জঙ্গি ।এই পর্যন্ত দক্ষিণ কাশ্মীরে মোট ১২ দিন নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছে ।৩৩ জন জঙ্গি খতম হয়েছে।