আজকের দিনে শনিদেব কে তুষ্ট করুন; মহাপ্রলয় মহা সংকটের হাত থেকে রক্ষা কর্তা উনি

0

সমাচার ডেস্ক: বর্তমানে মহামারী ও বিশ্ব সঙ্কটের দিনে যেন সকলের কাছে এক ভয়াবহ দিন স্মরণ করুন তুষ্ট করুন শনি দেবতা কে। শনিদেব সূর্যদেব এবং মাতা সংজ্ঞার পুত্র এবং কন্যা যমদেব ও যমুনা দেবীর অনুজ ভ্রাতা।

অন্যান্য দেব দেবীর মটি শনিদেবের কিন্তু একজন বাহন রয়েছেন। যার পিঠে চড়ে তিনি দেবলোকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। শনিদেবের বাহন কাক, তাঁর এক বন্ধুর মতই ছিলেন।

এর অনেক পৌরাণিক কাহিনী রয়েছে যা কিরে রয়েছে নানান উৎকণ্ঠা ও লোমহর্ষক কাহিনী।

ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে একদিন শনি দেবের স্ত্রী দেবী ধামিনী সুন্দর বেশভূষা নিয়ে তার কাছে এসে কামতৃপ্তি প্রার্থনার জন্য এসেছিলেন। কিন্তু ধ্যানমগ্ন শনি সেদিকে খেয়ালই করেন না। যার ফলে অতৃপ্তকাম পত্নী শনিকে অভিশাপ দিলেন, ‘আমার দিকে একবারও তুমি ফিরেও চাইলে না।

ঠিক আছে এরপর থেকে তুমি যার দিকে চাইবে, সে-ই ভস্ম হয়ে যাবে’। তবে অনেকের মত ঘটনাটি মঙ্গলদেবের চক্রান্তে হয়েছিল।