সারা আলী খানের সুইমিং ভিডিও ! উষ্ণতায় নেট দুনিয়া 

0

ওয়েব ডেস্কঃ ক্রিসমাসে পরিবারের সঙ্গে সময় কাটালেন সাইফ আলী খান কন্যা সারা আলী খান। ভাই ইব্রাহিমের সঙ্গে তার ‘কিউট মোমেন্ট’ সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে। ক্রিসমাসের রাত পোহাতে না পোহাতেই উড়ে গেলেন মলদ্বীপে। সেখানে স্বল্পবসনায় সারার নতুন লুক নিয়ে তোলপাড় শুরু হয় নেট দুনিয়ায়।

 

View this post on Instagram

 

Start your day with a splash 💦 ☀️ 🌊

A post shared by Sara Ali Khan (@saraalikhan95) on

বেস্ট ফ্রেন্ড কাম্য আরোরার সঙ্গেই নাকি মলদ্বীপে উড়ে গেছেন সারা। তিনি নাকি গিয়েছেন ‘ভিটামিন সি’-র খোঁজে। ইনস্টাগ্রাম থেকে শেয়ার করা ছবিগুলোতে সারাকে দেখা যাচ্ছে বিভিন্ন মেজাজে। কখনও গায়ে রোদ মাখছেন, আবার কখনও বা কাম্যর সঙ্গে মেতেছেন উচ্ছ্বাসে।

উষ্ণতার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি পোস্ট করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ভক্তদের কমেন্টে ভেসে যাচ্ছেন সারা। পোস্টে স্থানীয় খাবার ও ফিল্টার কফি পানের ছবিও শেয়ার করেছেন সারা আলী খান। উল্লেখ্য, বর্তমানে কুলি নাম্বার ওয়ান এর সিক্যুয়েল নিয়ে ব্যস্ত সারা।