বিনোদন ডেস্ক: সঞ্জয় দত্তের জীবন নিয়ে তৈরি হয়েছে ‘সাঞ্জু’ । সেই ছবির মাধ্যমে সঞ্জয় দত্ত নিজেও অকপটে স্বীকার করেছেন তার প্রেমিকার সংখ্যা ৩০৮ জন ।
সম্প্রতি নতুন ছবি ‘পানিপথ’ এর জন্য কপিল শর্মা শোতে হাজির ছিলেন সঞ্জয় দত্ত । তিনি সেখানেই বলেছেন কৃতি শ্যাননকে তার ৩০৯ নম্বর প্রেমিকা হিসেবে পছন্দ হয়েছে।
তিনি আরও বলেন, কৃতি শ্যাননকে খুবই ভালো লেগেছে তার। এতটাই ভালো লেগেছে যে খুব সহজেই তাকে ৩০৯ নম্বর প্রেমিকার স্থানে জায়গা দিতে পারবেন তিনি।সঞ্জয় দত্ত, অর্জুন কাপুর ও কৃতি শ্যানন অভিনীত ‘পানিপথ’ মুক্তি পাচ্ছে ৬ ডিসেম্বর।