রোমান মডেল ইউলিয়া ভান্তুরের হাতেই আংটি পরিয়ে দিলেন সালমান? শোনা যায়, সালমান নাকি এই মুহূর্তে রোমানিয়ান গার্লফ্রেন্ট ইউলিয়ার সঙ্গে প্রেম করছেন। আর সালমানের মা সালমা খানও নাকি চান তার ছেলে এবার বিয়ে করুক। তবে সালমান কি তার মায়ের স্বপ্ন পূরণ করবেন? বিশেষ সূত্রে খবর, সালমান নাকি সম্প্রতি ইউলিয়াকে তার ৩৯ এর জন্মদিনে একটি হীরার আংটি উপহার দিয়েছেন। আর এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কি সালমান ইউলিয়ার সঙ্গেই শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসবেন?