সালমানকে গায়ক সিধু মুসেওয়ালার মতো প্রাণে মারার হুমকি,পুলিশের জেরায় কি বললেন লরেন্স বিষ্ণোই

0

সমাচার ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমানকে হুমকিমূলক চিঠির বিষয়ে কারাগারে আটক গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। পুলিশের সূত্রে জানা গেছে , বিষ্ণোই বলেছেন যে এই মামলায় তার কোনও সম্পর্ক নেই।এই চিঠি কে পাঠিয়েছে তাও তাঁর অজানা।

জানা গেছে, সালমান খানের বাবা সেলিম খানের একটি হুমকিমূলক চিঠি পেয়েছিলেন, যেখানে অভিনেতাকে হুমকি দেওয়া হয়েছিল গায়ক সিধু মুসেওয়ালার মতো খুন করা হবে। সেলিম খান যখন বেড়াতে গিয়েছিলেন, তখন সকাল আটটায় তিনি এই চিঠি পেয়েছিলেন। চিঠিটি একই বেঞ্চে রাখা হয়েছিল যেখানে তিনি হাঁটার পরে বসেন।

 এই চিঠিতে সালমান খানের অবস্থা গায়ক সিধু মুসেওয়ালার মতো করার কথা লেখা হয়েছে। শুধু তাই নয়, এই চিঠিতে G B L Bও লেখা ছিল। এমন পরিস্থিতিতে গোল্ডি ব্রার এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে এই চিঠির যোগসূত্র আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার পর থেকে অভিনেতার বাড়ির ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর নিরাপত্তাও বাড়িয়েছে পুলিশ।