বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সালমান খান । করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সালমান খান । এবার করোনা মোকাবেলায় সাধারণ মানুষকে সচেতন করতে গান তৈরি করলেন ভাইজান।
সেই গান নিজের ইউটিউব চ্যানেল প্রকাশ করেছেন সালমান খান। ‘প্যায়ার করোনা’ শিরোনামের গানটি নিজেই গেয়েছেন সালমান।গানটির সুর করেছেন সাজিদ ওয়াজিদ। সোমবার ইউটিউবে গানটি প্রকাশ করা হয়।
ভাইজান জানিয়েছে,‘আমি গানটি গেয়েছি এবং এটির সম্পাদনার কাজ হয়েছে আমার খামার বাড়িতে। কিন্তু গানটির কম্পোজের কাজ হয়েছে মুম্বাইয়ে। আমি সবাইকে যা বলতে চাই গানের কথাতে ঠিক সেটিই বলা হয়েছেন প্যায়ার করোনা, মাদাদ করোনা, সবুর রাখো না।
ভিডিও: