সমাচার ডেস্ক:দিন দিন বেড়েই চলেছে হিজাব বিতর্ক, সোশ্যাল মিডিয়ায় জুড়ে একাধিক গুজব,
হিজাব বিতর্কের ভিডিও ভাইরাল হওয়ার পর, কেউ কেউ মুসকানকে সমর্থন করেছেন এবং তার সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ হিজাব পরে কলেজে আসার জেদের সমালোচনা করেছে।
সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট দেখা গেছে যেখানে বলা হয়েছে যে তুরস্ক সরকার এই কাজ করতে মুসকান খানকে ৫ কোটি টাকা দিচ্ছে।কেউ আবার পোস্ট করে বলেছেন সালমান ও আমির দেবে ৩ কোটি আর তুর্কি সরকার দেবে ২ কোটি টাকা।তবে এই খবরটি নিছক গুজব ছাড়া আর কিছুই নয়।
আপনাদের জানিয়ে রাখি,তুর্কি সরকার মুসকান খানকে নিয়ে এমন কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি,যেখানে পুরস্কারের কথা বলা হয়েছে।কিংবা তাদের ওয়েবসাইটে এ ধরনের কোনো প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়নি।একই সঙ্গে আমির খান ও সালমান খান এখনও পর্যন্ত হিজাব বিতর্ক নিয়ে কোনো বক্তব্য দেননি।সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়া।
Massa Allah
Salman Khan Giving Three Crore Rupees To Brave Hijab Girl #Muskan https://t.co/Sjdcck1WhG via @YouTube— Nizam Khan (@NizamKh91085060) February 11, 2022
Massa Allah
Salman Khan Giving Three Crore Rupees To Brave Hijab Girl #Muskan https://t.co/Sjdcck1WhG via @YouTube— Nizam Khan (@NizamKh91085060) February 11, 2022
এই বিতর্ক শুরু হয় যখন উদাপীর সরকারি পিইউ কলেজ ফর উইমেন-এ কিছু মেয়ে ছাত্রীকে হিজাব পরতে বাধা দেওয়া হয়। এ কারণে হিজাব পরে ক্লাসে যাওয়ার অনুমতি চেয়ে কর্ণাটকের হাইকোর্টে আবেদন করেন এক ছাত্রী। এদিকে, কর্ণাটকের একটি কলেজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে দেখা গেছে যে একটি মেয়ে যখন হিজাব পরে কলেজে আসে, তখন কিছু ছেলে জয় শ্রী রাম স্লোগান দিতে শুরু করে। তাই সেখানে মেয়েটিকেও সামনে থেকে আল্লাহ-হু-আকবারে জবাব দিতে দেখা যায়।