রোহিতের মার্কশিটে ফার্স্টবয় তকমা। পিছিয়ে গেল কোহলি?

0

ওয়েব ডেস্ক: ক্রিকেট মানেই অনিশ্চয়তার খেলা। কখন কি ঘটবে সেটা হয়তো স্বয়ং ক্রিকেটের ভগবান ও জানে না। মানে দাঁড়িপাল্লার এদিক ওদিক।ওপেনার হিসেবে এক বছরে ২৪৪২ রান করে শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়সূর্যের ২২ বছর আগের রেকর্ড ভেঙ্গে দিলেন রোহিত শর্মা। এর আগে ওপেনার হিসেবে এক বছরে সর্বোচ্চ ১৯৯৭ রানের রেকর্ড ছিল জয়সূর্যের দখলে।  কিন্তু ইতিহাস সব সময় পরিবর্তনশীল বহমান নদীর মতন।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও টি-টোয়েন্টি, টেস্ট ও একদিনের ক্রিকেট মিলিয়ে মোট আন্তর্জাতিক রানের নিরিখে শীর্ষস্থান দখল করেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। এই নিয়ে পরপর তিন বছর শীর্ষস্থানে থাকার রেকর্ড করলেন কোহলি। তার মোট রান ২৪৪৩, মাত্র এক রানে পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা(২৪৪২)। তৃতীয় পাকিস্তানের বাবর আজম(২০৮২),