সমাচার ডেস্ক: সাম্প্রতিক কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘অভয় ২’ ওয়েব সিরিজ।সেই ওয়েব সিরিজকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে তুমুল প্রতিবাদ। এই ওয়েব সিরিজে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন কুনাল খেমু তার সঙ্গে রয়েছেন রাম কাপুরও।
এই প্রতিবাদের সূত্রপাত হয় ওই সিরিজের একটি দৃশ্য কে কেন্দ্র করে।যেখানে চেয়ার উপরে বসে থাকা অপরাধীকে জিজ্ঞাসাবাদ করছে কুনাল খেমু তবে এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল সমস্যা শুরু হয় তার সামনে টাঙ্গানো একটি ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীদের তালিকা থেকে ।
The brand new web series of ZEE5 Abhay 2 has portrayed freedom fighter and youngest martyr Khudiram Bose as a sketch of a criminal.. channel authority plz care to explain..otherwise we have to stop watching zee5 #banzee5 pic.twitter.com/xd3ZBjsfd8
— Dabby Bhadra (@BhadraDabby) August 16, 2020
সেখানে লক্ষ করে দেখা যাচ্ছে যে মোস্ট ওয়ান্টেড অপরাধের তালিকায় রয়েছেন বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু।তারপর থেকে সোশ্যাল মিডিয়া একটি প্রতিবাদ ঝড় তৈরি হয় আর এটাই স্বাভাবিক।
আমাদের বাংলার গর্ব ক্ষুদিরামকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বলাই ওই ওয়েব সিরিজের সঙ্গে সঙ্গে ওই প্ল্যাটফর্মটি বয়কটের ডাক দেন নেটিজেনরা।