লাল সর্তকতা , ৩ দিনের প্রবল বৃষ্টিতে ভাসতে পারে পূর্বের রাজ্যগুলো! চরম সর্তকতা জারি আবহাওয়া দপ্তরের

0

সমাচার ডেস্কঃ- প্রতি বছরের মতো এবার হয়তো আবহাওয়ার ঠিক একই রকম নেই। সাধারণ মানুষের মনে এমন টাই বিশ্বাস দানা বাঁধছে। কারণ যে প্রকারের বৃষ্টি হচ্ছে তা অন্যান্য বছরের তুলনায় হয়তো অনেকটাই বেশি! তার সাথে করোনার প্রবল দাপট; সবকিছুর মধ্যে আশঙ্কা ও ভয় দিন কাটাচ্ছে পশ্চিমবঙ্গবাসী । এর মাঝেই এল আবহাওয়ার বড় খবর :- ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরের জেলাগুলিতে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৯ থেকে ২১ জুলাই উত্তরের ৫ জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। যার জেরে ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা। বাংলার পাশাপাশি লাল সতর্কতা জারি হয়েছে আসাম ও মেঘালয় রাজ্যেও। এদিকে আসামের বন্যা পরিস্থিতির যথেষ্ট খারাপ। কেন্দ্রীয় মন্ত্রী বারবার করে সেই জায়গা পরিদর্শন করেছেন।

অসমের কাজিরাঙা ফরেস্ট এর মধ্যে বহু প্রাণীর মৃত্যু হয়েছে। জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বনকর্মীরা। কেন্দ্র থেকে বারবার প্যাকেজ ঘোষণার কথা বলা হয়েছে। আর এমন বৃষ্টিপাত যদি উত্তর-পূর্বের দেশগুলিতে হতে থাকে তবে কিন্তু অশনিসংকেত অপেক্ষা করে রয়েছে। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর