রেকর্ড ব্রেক , গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৮ হাজারের বেশি , উদবেগ জনক মৃত্যু সংখ্যা ।

0

সমাচার ডেস্কঃ- সংক্রামিতের সংখ্যা কমার লক্ষণ নেই , দেশে দিনেই নিজের রেকর্ড ভাঙছে করোনা । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৯০২ জন মানুষ নতুন করে আরো করোনা আক্রান্ত হয়েছেন । এই নিয়ে সব মিলিয়ে দেশে মারণ করোনা ভাইরাসের  আক্রান্তের সংখ্যা পৌঁছলো ১০ লক্ষ ৭৭ হাজার ৬১৮ তে ।

এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ৭৩ হাজার ৩৭৯ জন । এখনও পর্যন্ত এদেশে মোট ২৬ হাজার ৮১৬ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস, গত ২৪ ঘণ্টায় ৫৪৩ জনের প্রান কেড়েছে করোনা । করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬ লক্ষ ৭৭ হাজার ৪২৩ জন ।

করোনা ভাইরাসের সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৩ লক্ষের বেশি করোনায় আক্রান্ত । এর পর সর্বাধিক সংক্রমণ করোনা আক্রান্ত তালিকায় রয়েছে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা । এই সংক্রমণকে মাথায় রেখেই রাজাগুলির বিভিন্ন কনটেনমেন্ট এলাকায় গুলিতে ফের পুরোপুরি লকডাউন চালু হয়েছে ।

পরিস্থিতি নিরিখে সমীক্ষার বক্তব্য , উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনা সংক্রমণ । যা দিনে দিনে লাগামছাড়া হচ্ছে । এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ বড় অশনি সংকেত বয়ে আনবে । ভারতীয় জনস্বাস্থ্য মন্ত্রকের মতে,  করোনা যেভাবে ছড়াচ্ছে তাতে সরকার যদি আরও কড়া পদক্ষেপ গ্রহন না করে তাহলে ফল আরও ভয়ানক হবে। শুধু সরকারই নয় করোনা সম্পর্কে সাধারণ মানুষজনকে সচেতন হতে হবে ।