রেকর্ড ব্রেকঃ ২৪ ঘন্টায় অস্বাভাবিক হারে বৃদ্ধি সংক্রমণ!মৃত্যু হয়েছে ১৩৭ জনের। আর সুস্থ হয়েছেন ৩২৫০ জন।

0

সমাচার ডেস্ক:করোনা সংক্রান্তের হার দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে লকডাউন এর মেয়াদ প্রায় শেষের দিকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, ২৩ মে শনিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১,২৫,১০১। কোভিড-১৯ সংক্রমণে এ যাবৎ দেশে মৃত্যু হয়েছে ৩৭২০ জনের। আর সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫১,৭৮৪ জন। এর মধ্যেই গত ২৪ ঘন্টার যদি এই পরিসংখ্যানে দেখা যায় তবে কিন্তু অনেকটাই কপালে চোখ উঠবার মতন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। আর সুস্থ হয়েছেন ৩২৫০ জন। দেশে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৬৯,৫৯৭। এবার আসা যাক রাত্রির হিসেবে যে রাজ্যগুলি এখন করোনার থাবায় প্রায় খুব কাহিল হয়ে গিয়েছে।এই পর্যন্ত দেশজুড়ে প্রায় ২৯ লাখ মানুষের করোনা টেস্ট করা হয়েছে।

মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৪৪,৫৮২। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১৫১৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১২,৫৮৩ জন। এরপরেই রয়েছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১৪,৭৫৩। মৃত্যু হয়েছে ৯৮ জনের। আর সুস্থ হয়েছেন ৭১২৮ জন। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমের রাজ্য গুজরাত। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩,২৬৮ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৮০২ জনের।