কলকাতা: বন্দুকের গুলি দেখিয়ে একাধিকবার ধর্ষণ । ঘটনাটি কলকাতার একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে প্রাইভেটে বিজ্ঞান পড়তে যেত শিক্ষক রাজীব চক্রবর্তীর কাছে।গুলি করে দেবে বলে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের শিকার। সেই ভয়ে এতদিন চুপ করে অত্যাচার সহ্য করেছে মেয়েটি। কিন্তু রবিবার বাড়ির লোকের বিষয়টি নিয়ে সন্দেহ হয়।এই সমস্ত ঘটনা কথা সব খুলে বলেন সেই ছাত্রী।
পুলিশ জানিয়েছে, বাড়িতে যখন মেয়েটি একা থাকত তখন ইংরেজি কাছে ধর্ষণের শিকার হয় নিয়মিত ওই ছাত্রী। গতকাল সোমবার মেয়েটির পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় বাঁশদ্রোণী থানায়। গ্রেফতার করা হয়েছে ওই গৃহশিক্ষককে।